রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের বিচার করতে জাতিসংঘ ব্যর্থ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯ নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের বিচারের আওতায় আনতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির তদন্তকারী ইয়াংঘি লি। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অভিযান ও নির্যাতনের পর বাংলাদেশের পালিয়ে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। এই অভিযানকে জাতিগত নিধন বলে আখ্যা দেয় জাতিসংঘ। ইয়াংঘি লি বলেন, সবাই মানবাধিকার সংকটের মুখোমুখি এবং এর দায় মিয়ানমারের। রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে আনার সম্পূর্ণ দায়িত্ব তাদের হলেও তারা ব্যর্থ হয়েছে। মিয়ানমারে অবস্থান করা রোহিঙ্গাদেরও অধিকার নিশ্চিত করা হচ্ছে না। ফলে বাংলাদেশ থেকে বাকিদের ফিরিয়ে আনা অসম্ভব বলে জানান তিনি। নিপীড়িতদের ন্যায়বিচার আদায়ে নিজেদের সক্ষমতা অনুযায়ী জাতিসংঘ কমিশন কাজ করেনি বলে জানান, ইয়াংঘি লি। Comments SHARES জাতীয় বিষয়: