রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাতজন আহত হয়েছেন, পুড়ে গেছে অর্ধশত ঘর। বুধবার দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের পাঁচ নম্বর ক্যাম্পে আগুন লাগে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে রান্না করার সময় আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা ক্যাম্পের এনজিও কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফলে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ৪০-৪৫টি ঘর পড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত সাতজন আহত হন। আহতদের রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

/আরএ

Comments