রবিদাস সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

রেজুয়ান খান রিকন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় রবিদাস সম্প্রদায়ের উপর হামলা ও ফেনীর নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ।

সোমবার বেলা ১১টা থেকে উপজেলা গেট সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি তনয় দেব, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাস রন্টু, পরিষদের যুগ্ম সম্পাদক জয় রায়, সাংগঠনিক সম্পাদক সুমন চাকী, সাপমারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সজল দেবনাথ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উপজেলা আহবায়ক কমরেড় রফিকুল ইসলাম রফিক।

মাবনবন্ধনে বক্তারা অবিলম্বে গাইবান্ধার গিদারীতে রবিদাস সম্প্রদায়ের উপর হামলা এবং ফেনীর রাফিকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানায়।

বক্তারা অবিলম্বে রবিদাস সম্প্রদায়ের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। সেই সাথে রাফির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে।

/আরএ

Comments