আসুন ভালো হয়ে যাই, ‘ঘুষ খাবো না, ঘুষ দেবো না’: গণপূর্ত মন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯ ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোনো ধরনের ঘুষ লেনদেন বরদাস্ত করা হবে না। গৃহায়নের ২৬টি সেবা খাত সহজ করার পাশাপাশি শিগগিরই দুর্নীতিবাজদের নাম প্রকাশ করা হবে। বৃহস্পতিবার গৃহায়ন অধিদফতরে সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রী। তিনি বলেন, আমি নিজে ঘুষ খাই না, কোনো কমিশন নেই না, কোনো কমিশন নিতেও দেব না। কাউকে ঘুষ খাইতে দিবো না, সিন্ডিকেট করতে দিবো না। এই ব্যুহ ভেদ করবোই ইনশাল্লাহ। যদি ভেদ করতে না পারি, তাহলে আমি হারিয়ে যাব, না হয় যাদের কারণে ভোগান্তি তারা এখান থেকে হারিয়ে যাবে। আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: