দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে: মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকে দেশ সয়লাব। খুন-ধর্ষণ ও ইভটিজিং বন্ধে বিভিন্ন উদ্যোগ কোন কাজে আসছে না। সমস্যার মূল জায়গায় না গিয়ে উপরে উপরে যত চেষ্টাই করা হোক না কেন তা কোন কাজে আসবে না।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা দায়িত্বশীলদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় জেলা নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ইসলাম যেখানে আছে সেখানে কোন সন্ত্রাস, দুর্নীতি ও মাদক থাকতে পারে না। ইসলাম সন্ত্রাস দমন নয়,
মুলোৎপাটনে বিশ্বাসী। কাজেই সকল প্রকার অশান্তি থেকে বাঁচতে হলে সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে।

তিনি আরো বলেন, বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানে মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও একথা স্পষ্ট যে, বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটেও গতানুগতিক। এ বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে শোষণ করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

হিজাব নিয়ে প্রধানমন্ত্রী এবং রাশেদ খান মেননদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অবিলম্বে এধরণের বক্তব্যের জন্য আল্লাহর কাছে তওবা করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

এমএম/

 

Comments