রায়পুর ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ১, ২০১৯

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: উপজেলার রায়পুর ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার সকালে রায়পুর পরিষদের হল রুমে বাজেট পেশ করেন প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন।

বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ৪ শত ৫০ টাকা, ব্যায় ১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ২ শত টাকা ,উদ্বৃত্ত ৪০ হাজার ২ শত ৫০ টাকা ।

বাজেট সভায় এসময় উপস্থিত ছিলেন, রায়পুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, পরিষদের সচিব এনামুল হক, ইউপি সদস্য বিল্লাল হোসেন , ইকবাল হোসেন, মাসুদুর রহমান, মতিয়ার রহমান, আব্দুর রহিম, শাহিনুর রহমান, বাবর আলী, আব্দুল জলিল, সুফিয়া বেগম, লিপি খাতুন, রত্না খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

এ দিন বিকালে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে বাজেট পেশ করেন চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ১১ হাজার ১ শত ২৫ টাকা, ব্যায় ১ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮ শত ৭৫ টাকা। উদ্বৃত্ত ৩২ হাজার ২শত ৫০ টাকা ।

বাজেট সভায় এসময় উপস্থিত ছিলেন, পরিষদের সচিব এনামুল হক, ইউপি সদস্য তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, রবিউল ইসলাম, আঃ রাজ্জাক, রবিউল বিশ্বাস, শহিদুল্লাহ, শাহিনুর রহমান, আব্দুর রহিম, মওদুদ হোসেন, ইলা রাণী শিকদার, পিপাসা খাতুন, মেহেরুন নেছা, প্রমূখ।

/আরএ

Comments