নারী ও শিশুধর্ষণ বর্বর যুগকেও হার মানিয়েছে: শেখ ফজলে বারী মাসউদ

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, বাংলাদেশে আজ নারী ও শিশুধর্ষণ এবং নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। সংবাদপত্রের সূত্র মতে, প্রতিদিন গড়ে পাঁচজন শিশু ও দুজন নারী ধর্ষণের শিকার হচ্ছে।

তিনি বলেন, ধর্ষকদের লালসা থেকে দুধের শিশু পর্যন্ত রেহাই পাচ্ছেনা। ধর্ষণের পর অপরাধ ধামাচাপা দিতে অনেককে পৈচাশিকভাবে হত্যাও করা হচ্ছে। দেশের সামাজিক ক্ষেত্রে নৈতিক অবক্ষয় চলছে। সমাজে অপরাধ প্রবণতা ও অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতীয় চরিত্র আজ ধ্বসে পড়েছে। বর্তমানের এই পৈচাশিকতা ও বর্বরতা অন্ধকার বর্বর যুগকেও হার মানিয়েছে।

আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্যান্টনমেন্ট থানা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ক্যান্টনমেন্ট থানা সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, মুহা. সোহেল আহমেদ, মুহা. মুনির হোসেন, মুহা. জুলফিকার আলী প্রমুখ।

তিনি আরো বলেন, আজ পশ্চিমা সভ্যতা নারীকে যেভাবে ভোগের পণ্য হিসেবে উপস্থাপন করছে, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে যেভাবে যৌনতাকে সর্বত্র ছড়িয়ে দেয়া হচ্ছে, পর্ণোগ্রাফির মাধ্যমে যুব সমাজের চরিত্রকে যেভাবে ধ্বংস করা হচ্ছে এবং বিদেশী সংস্কৃতিকে এদেশে যেভাবে আমদানী করা হচ্ছে; তারই পরিণতিতে সমাজে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ নৈতিক অবক্ষয় চলছে। এ অবস্থার পরিবর্তনে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি নারী ও শিশুদের সামাজিক সুুরক্ষা প্রদান, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ, অপরাধীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ, ইন্টারনেটের সকল অশ্লীল সাইট বন্ধ, জাতীয় জীবনে ইসলামবিধৌত বাঙালী সংস্কৃতি চর্চা এবং জনজীবনের প্রতিটি স্তরে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন চর্চার কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সরকার ও জনগণের প্রতি আহবান জানান।

এমএম/

Comments