রামপালে ভ্যানচালক হত্যার ঘটনায় থানায় মামলা, আটক ২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯ অমিত পাল,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে মোঃ লাহু শেখকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় রামপাল থানা পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফরিদ শেখের পুত্র রিপন শেখ (২৫), ও ভাগা গ্রামের দাউদ মোল্লার পুত্র রবি মোল্লা (২৭)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ভোর ৫টায় আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ ও মামলার এজাহারের সূত্রে জানাযায়, খুনের ঘটনায় নিহতের পিতা মহসীন শেখ বাদী হয়ে ৩ জনকে এজাহারভুক্ত সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে রামপাল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-০১, তাং-০১/০৭/২০১৯। এ বিষয় রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, নিহত লাহুর পিতার করা মামলার আসামিদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক কোন ছাড় দেয়া হবেনা। Comments SHARES সারাদেশ বিষয়: