রামপালে ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥ রামপালের ফয়লাহাটে সুন্দরবন ডায়গনিষ্টিক সেন্টার নামে একটি বেসরকারী ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১ লক্ষ টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টা ১০ মিনিটের সময় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।

এসময় রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ তুহিন হাওলাদার এবং স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক আশিকুর রহমান তার সাথে
ছিলেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, ক্লিনিকটির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এখানে এসে দেখলাম একটি প্রইভেট ক্লিনিকের যেসব কাগজপত্র থাকার কথা তার অনেক কিছুই আছে আবার কিছু কাগজপত্র নেই। যেহেতু অসুস্থ মানুষেরা এখানে চিকিৎসা নিতে আসে তারা যেনো সঠিক সেবা পায় তার জন্য আমরা দিকনির্দেশনা দিয়েছি।

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী আমরা ১ লক্ষ টাকা জরিমানা করেছি এবং তারা তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেছে। আমরা দেখেছি তারা লাইসেন্সের জন্য আবেদন করেছে এবং আমরা সময় বেধে দিয়েছি, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স নিতে ব্যার্থ হলে আমরা ব্যাবস্থা নেবো। এই প্রতিষ্ঠান যথারিতী নিয়মে চলবে বলেও জানান তিনি। ওযাগ করে তুষার কুমার পাল।

এমএম/

Comments