রামপালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ২, ২০১৯ অমিত পাল রামপাল , রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৫ জন। হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় খুলনা -মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় ও ভাগার মাঝামাঝি মালিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় । নিহতরা হলো, মোংলার চিলা ইউনিয়নের সাবেক মেম্বর আ. জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) ও চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন গ্রামের সনজিৎ রায় (৪৭), মোংলার মাদ্রাসা রোডের মোশারোফ হোসেনের পুত্র মোজাম্মেল হোসেন (৫০)। কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মোংলাগামী একটি ট্রাক ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের আরোহী তিনজন নিহত হয় এবং অন্তত ৫-৭ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান ওসি। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: