রামপালে চিংড়ি ঘেরে হামলা ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে একটি চিংড়ি ঘেরে হামলা চালিয়ে মারপিট করে মাছ লুট করে নেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেল করেছে ভুক্তভোগি। শুক্রবার বিকাল ৪ টায় রামপাল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের বিরুদ্ধে মারপিট ও মাছ লুটের এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের মৃত শেখ মোঃ বদরুজ্জামানের পূত্র শেখ মোঃ বাহাউদ্দিন আল শাওয়াল (ডলার) লিখিত বক্তব্যে বলেন, আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১১ একর ও হারী দিয়ে অন্যান্য জমির মালিকদের ২.৫ একর জমিতে দীর্ঘ কয়েক বছর ধরে ঘের করে আসছি। কিন্তু এই এলাকার একটি পক্ষ আমার ঘের দখলের পায়তারা করে আসছে। মাঝে মধ্য তারা আমার ঘের থেকে মাছ লুট করে নিয়ে যায়। তিনি বলেন ঘটনার দিন গত ২১-০৩-২০১৯ তারিখ বৃহস্পতিবার বিকাল ২ টার সময় এই এলাকার তারিকা ও বেগম তার স্বামী আবুল হোসেনের নির্দেশে মোঃ আকবর আলী শেখ, মোঃ ফজলু শেখ আমার ঘেরে হামলা চালিয়ে আমাকে মারপিট করে দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। তারা আমার ঘেরের ভেঁড়িবাঁধ কেটে অন্য একটি ঘেরের সাথে মিশিয়ে দেয়। এরফলে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় তারা আমাকে ও আমার ঘের কর্মচারীকে ঘের ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকী দেয়। তারা আমাদের পৈত্রিক জমিতে ঘের করতে দিবে না বলে শাসায়। আমি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেকের কাছে এবিষয়ে একটি লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। হামলা কারীরা ঘেরে গেলে আমাকে আবারও মারপিট করা হবে বলে হুমকী দিচ্ছে। সংবাদ সম্মেলনে রুহোল আবেদীন সহ ওই এলাকার বেশ কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: