বালিয়াকান্দিতে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রদান

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

অনিক সিকদার, উপজেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কলার্স স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বালিয়াকান্দি ব্র্যাক হেলথ সেন্টারের আয়েজনে টেলিমেডিসিন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বালিয়াকান্দি স্কলার্স স্কুলে টেলিমেডিসিনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহনের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে।

টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: রাকিবুর রহমান, গাইনি ডা: ফাতেমাতুজ্জহরা, শিশু বিশেষজ্ঞ ডা: ফারহানা আফরোজ।

এসময় ব্র্যাক সেন্টার ম্যানেজার আর.কে.এম আব্দুর রাকিব, প্রোগ্রাম অফিসার মো. সিহাব খান, মেডিকেল এ্যাসিটেন্ড লিপি খাতুন, কালুখালী উপজেলা ব্র্যাক হেলথ্স সেন্টারের ম্যানেজার নাজনীন নাহার, বালিযাকান্দি সরকারি কলেজের প্রভাষক নাছিমা পারভীন ও স্কলার্স স্কুলের অধ্যক্ষ মো. জাফর আলী মিয়াসহ সকল সহকারি শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

/আইকে

Comments