প্রত্যেকটি জেলায় রেল লাইন সম্প্রসারণ করা হবে: রেলমন্ত্রী নূরুল ইসলাম

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ‘রেলের সেবা বাড়াতে দেশের প্রত্যেকটি জেলায় রেল লাইন সম্প্রসারণ করা হবে। এছাড়া রাজবাড়ীতে রেলের প্রশাসনিক ভবন ও কারখানাও গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে রেলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে’।

বৃহস্পতিবার রাজবাড়ী সফরে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছলে মন্ত্রীকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় দলীয় নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন করে ৪টায় শহরের আজাদি ময়দান সংলগ্ন রেলভূমিতে প্রস্তাবিত অডিটোরিয়াম নির্মাণের স্থান পরিদর্শন এবং জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে বিকাল ৫টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

/আরএ

Comments