মাদরাসা জঙ্গি তৈরির কারখানা নয়: প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯ কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি নিয়ে আর কথা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তাদের স্বীকৃতি দিয়ে সরকার কোনো অন্যায় করেনি। আর মাদ্রাসা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা—এই ধারণার সঙ্গেও একমত নন। আজ সোমবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘মাদ্রাসাশিক্ষার মাধ্যমে থেকে এই ভূখণ্ডে মুসলমানদের শিক্ষা শুরু হয়েছিল। ৪ থেকে ৫টা বোর্ড কওমি মাদ্রাসার ছেলেমেয়েদের পড়াত। প্রায় ২০ লাখ ছেলেমেয়ে সেখানে পড়াশোনা করে। মাদ্রাসা আছে বলেই যাদের মা–বাবা নেই তারা সেখানে স্থান পাচ্ছে। খাওয়া-দাওয়া পাচ্ছে। কাজেই তাদের অস্বীকার করতে পারি না।’ সনদের স্বীকৃতির যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দেশেরই সন্তান, দেশেরই মানুষ। তাদের কী ফেলে দেব? কারিকুলাম ঠিক করা, শিক্ষাটাকে মানসম্মত করা, চাকরির সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। এই চিন্তা থেকেই তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কোনো অন্যায় কাজ আমরা করিনি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কেউ কেউ বলবেন মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টির কারখানা। কিন্তু আমি এটার সঙ্গে একমত নই। হোলি আর্টিজানে জড়িতরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা। উচ্চশিক্ষিত পরিবার ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির আইন পাস হয়েছে সর্বসম্মতভাবে। এটা নিয়ে তো আর কথা থাকতে পারে না। Comments SHARES জাতীয় বিষয়: