শার্শায় সোনার বার কেড়ে নেয়ার অভিযোগ; দুই পুলিশ কর্মকর্তাসহ আটক তিন

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর: বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড় থেকে সোনার বার কেড়ে নেয়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ ৩ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

এসময় পাচারকারীকেও আটক করা হয়। আটক ৪ জন হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজা, তার পালিত ছেলে আশিক রেজা (২০), কলোরোয়া থানার এএস আই ইসহাক, সোনা পাচারকারী মানিকগঞ্জের সুংগারিয়া গপিনধর গ্রামের দুদু মিয়ার ছেলে ওয়াসিম (৩২)।

বিষয়টি নিশ্চিত শার্শা থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম জানিয়েছেন, ওই ৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার করা হয়েছে দুটি সোনার বার। পুলিশ জানিয়েছে, ওয়াসিম সোনা পাচারকারী সিন্ডিকেটের সদস্য।

ঘটনার সময় ওয়াসিম দুটি সোনার বার নিয়ে নাভারন-সাতক্ষীরা মোড় আসেন। এসময় উল্লিখিত দুই পুলিশ কর্মকর্তাসহ তিন জন তার সাথে ধস্তা-ধস্তিতে জড়িয়ে পড়ে। সোনার বার দুটি তার কাছ থেকে কেড়ে নেয় তারা।

ধস্তাধসির সময় স্থানীয়রা সেখানে ভিড় করে। পরে শার্শা থানা পুলিশ তাদের ৪ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

/এসএস

Comments