জাতীয় সাইকিয়াট্রি কনফারেন্স

সাইকিয়াট্রি কনফারেন্সে ‘মনের যত্নে সবাই এক সাথে’

শাহনূর শাহীন শাহনূর শাহীন

লেখক ও মনোস্বাস্থ্য সাংবাদিক

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

দ্বিতীয় জাতীয় সাইকিয়াট্রি কনফারেন্সে ‘মনের যত্নে সবাই এক সাথে’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশসেরা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, সংগীত শিল্পী, অভিনেতা ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় মানসিক স্বাস্থ্য কনফারেন্সের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিট্রিস্টস (বিএপি) এর সভাপতি ব্রি. জে. (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের সভাপতি ও ইন্ডিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. গৌতম সাহা, নিউরো ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী, ওয়ার্ল্ড সাইকিয়াট্রি এসোসিয়েশনের ট্রেজারার ও বিএপির সাবেক সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জিল্লুর রহমান রতন।

NCP- জাতীয় মানসিক স্বাস্থ্য কনফারেন্স

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, লেখক, সম্পাদক, নির্মাতা, অভিনেতা ও শিল্পী সাহিত্যিকরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে পেশাজীবি, লেখক, সাংবাদিক-গণমাধ্যম ও সেলিব্রেটি ব্যক্তিবর্গের ভূমিকা খুবই সহায়ক হতে পারে। এজন্য ‘মনের যত্নে সবাই এক সাথে’ কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ। এছাড়াও বক্তারা মানসিক অসুস্থতার পাশাপাশি দীর্ঘমেয়াদি শারীরিক বিভিন্ন জটিলতার ক্ষেত্রেও বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ ও মনের যত্ন নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও কথা সাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল, বিএসএমএমইউ এর মনোরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান ও মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্ উদ্দিন কাউসার বিপ্লব, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, এটিএন বাংলার চিফ এক্সিকিউটিভ এডিটর প্রখ্যাত সাংবাদিক জ ই মামুন, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জলের গানের রাহুল আনন্দ, অভিনেতা মুকিত জাকারিয়া, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. অভ্রদাস ভৌমিক, ডা. মেখলা সরকার প্রমুখ।

অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. গোলাম রব্বানী, জ ই মামুন ও মুহাম্মদ নুরুল হুদা

Comments