পল্টন থানার ছাত্রলীগ সভাপতিসহ ১৬ জন গ্রেফতার

প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
পল্টন থানার ছাত্রলীগ সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন। ছবি: সংগৃহীত

একুশ সংবাদ: চাকুরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও পুলিশের ওপর হামলা এবং কাজে বাঁধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়েছেন পল্টন থানার ছাত্রলীগ সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন।

এ দুটি মামলায় তিনিসহ আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পল্টন থানার ওসি মাহমুদুল হক।

গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ১৭ জনকে পল্টন থানাতে রাখা হয়েছে।

পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, একটি ভবনে ঢুকে মালিকের কাছে টাকা দাবি করেছেন তিনি।

ওসি মাহমুদুল হক জানান, গতকাল মঙ্গলবার পল্টনের আজাদ প্রোডাক্টস ভবনের ১৮তলায় ওই ভবনের কর্তৃপক্ষের সঙ্গে মিরন ও তার আসা লোকজনের মারামারি করতে দেখে।

পুলিশ মারামারি থামাতে গেলে মিরনসহ তার দল পুলিশি কাজে বাধা দেয়। এ সময় মিরনসহ মোট ১৭ জনকে আটক করে পল্টন থানায় নিয়ে আসে পুলিশ।

ভবনটির ১৮তলায় দৈনিক ভোরের চেতনা ও বিশ্বাস বিল্ডার্স নামে দুটি অফিস রয়েছে বলে জানা গেছে।

মিরনসহ আটককৃত ১৬ জনের বিরুদ্ধে চাকুরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার এসআই রেজাউল করিম।

/সিএইচ

Comments