ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯ মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজিজুর রহমান নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। রবিবার (৩০ জুন) রাতে নিজ বাড়ি হোসেনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সোমবার (০১ জুলাই) দুপুরে জেল হাজতে পাঠানো হয়। আজিজুর রহমান রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসা সুপার হিসাবে কর্মরত আছেন। এ ঘটনায় এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমলোচনার ঝড় চলছে। মামলার বরাত দিয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আমাদের প্রতিনিধিকে জানান, উপজেলার হোসেনগাঁও গ্রামের এক দিন মজুরের নাবালিকা মেয়ে দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসা সুপারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। সম্প্রতি সুপারের পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে শয়ন কক্ষে গৃহপরিচারিকাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় আজিজুর রহমান। বিষয়টি জানাজানি হলে মেয়ের মা বাদী হয়ে মাদ্রাসা সুপারকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ রবিবার গভীর রাতে অভিযুক্ত আজিজুর রহমান আটক করে সোমবার জেল হাজতে পাঠায়। Comments SHARES সারাদেশ বিষয়: