সরকারি বেতন-ভাতার দাবিতে কোটচাঁদপুরে পৌর কর্মীদের অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ‘এক দেশে দুই নীতি মানিনা মানব না’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের অহ্বানে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়েছে।

পৌরসভার মেয়র কাউন্সিলরদের সম্মানী ভাতা ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবীতে ১লা জুলাই সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌর কার্যলয়ের সম্মুখে এই অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়েছে।

কোটচাঁদপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান, অসিত কুমার ঘোষ, মোস্তাফিজুর রহমান, খন্দকার রমজান আলী, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর সরদার, কুদ্দুসুর রহমান, আবু হাসান, মীর মনীর হোসেন, আল-অমীন প্রমুৃখ।

অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে কোটচাঁদপুর পৌর সভার মেয়র জাহিদুল ইসলাম জাহিদ কর্মসূচিতে এসে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাথে একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলনে, মেয়র কাউন্সিলরদের সম্মানী ভাতা ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে। আমাদের দাবী পূরন না হলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দলনে ধাবিত হবো। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের এ দাবী যেন পুরন করা হয়।

Comments