সন্ত্রাসী সন্ত্রাসী-ই তার কোনো ধর্ম নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

একুশ সংবাদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো একজন সন্ত্রাসী সন্ত্রাসী-ই। তাদেরর কোনো ধর্ম নেই, বর্ণ নেই, দেশও নেই। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারণ, আমরা চাই শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপাত্তা।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথ বলেন।

বিভিন্ন সময়য়ে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি জামায়াত আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় পুলিস বাহিনী সাহসী ভুমিকা রেখে জননিরাপত্তা ফিরিয়ে এনেছে এজন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জাানাচ্ছি।

কোনো নিরীহ মানুষ যেন হয়রানি-নির্যাতনের শিকার না হয়, পুলিশ বাহিনীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।

/আরএ

Comments