ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিসিইউতে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে বিএসএমএমইউ’র ডি ব্লকের দ্বিতীয় তলার কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে তাকে দেখতে যান তিনি। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। বিকালে ৪টা ৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এর আগে, হৃদরোগের সমস্যা নিয়ে সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুল কাদেরকে প্রথমে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: