যারা কাজ করে তারাই সমালোচনার শিকার হয়: পলক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

একুশ সংবাদ: ‘যারা কাজ করে তারাই সমালোচনার শিকার হয়। আপনি যদি কাজ করেন তাহলে আপনার সমালোচনা হবে। যখন দেখবেন আপনার কাজটা অনেকে বুঝতেছে না, তখন বুঝবেন আপনি ডিপ্রেন্ট কিছু করছেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন।

আর অদম্য ইচ্ছা আর সাহস থাকলে কাজ করতে পারবেন কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। ১৯৭১ সালে অনেক অসম্ভবকে সম্ভব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সাহস করে পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছেন। অনেকেই বলেছেন, পদ্মাসেতু করা সম্ভব না।

এবিসি রেডিওতে এক আড্ডা অনু্ষ্ঠানে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেছেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। একান্ত আলাপচারিতায় প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গল্প করছেন।

লাইভ আড্ডায় এক শ্রোতার প্রশ্নে জবাবে পলকে বলেন, সেলফ মোটিভেট থাকা বা কোনো কিছুতে বিচলিত না হওয়ার সবথেকে বড় উপায় হলো মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা। এই বিশ্বাস রাখতে হবে যা কিচ্ছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এবং আমার ভালোর জন্য। আমার সব সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। এজন্য আমি কখনো হতাশ হই না

কাজের ক্ষেত্রে সমালোচনা হবে উল্লেখ্য করে হযরত আলী রা. কে উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, ‘সবচেয়ে সহজ কাজ হলো সমালোচনা করা আর সব থেকে কঠিন কাজ হলো আত্মসংশোধন করা’। সুতরাং আপনি কাজ করলে সমালোচনা করবেই। সমালোচনায় ভীত না হয়ে কাজ করে যান।

পলক তার ছাত্র জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন এবং বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে নানা কথা বলেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে কথা বলেন। কথা বলেন আইসিটি মন্ত্রণালয়ের নানান পরিকল্পনা ও পরিকল্পনাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে।

আড্ডাটি আরজে গোলাম সামদানির ফেসবুক পেজ, এবিসি রেডিও এবং জোনায়েদ আহমেদ পলকের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে। লাইভ আড্ডা শোনতে ক্লিক করুন: https://www.facebook.com/zapalak

/আরএ

Comments