র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৯ একুশ ডেস্ক: রাজধানীর ভাসানটেকের মাটিকাটা এলাকায় বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে একাধিক মামলার এক পলাতক আসামি নিহত হয়েছেন। নিহত ওই সন্ত্রাসীর নাম শফিকুল ইসলাম শফিক (২৮)। র্যাব সূত্রে জানা গেছে নিহত আসামি নরসিংদী পুলিশের তালিকাভুক্ত একজন ‘শীর্ষ সন্ত্রাসী’। তার বিরুদ্ধে হত্যার তিনটি, অস্ত্র আইনে চারটিসহ বিভিন্ন অভিযোগে এক ডজন মামলা রয়েছে থানায়। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, শফিকের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাত ১টার দিকে মাটিকাটা এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়। ‘র্যাবের উপস্থিতি টের পেয়ে শফিক ও তার সহযোগীরা গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে শফিক গুলিবিদ্ধ হয়।’ গুলিবিদ্ধ শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে শফিকের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনারস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাবের একজন সদস্যও এই অভিযানে আহত হয়েছেন বলে মুফতি মাহমুদ খান জানান। এফএফ Comments SHARES সারাদেশ বিষয়: