ভুল করেও কেউ অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

একুশ সংবাদ: ভুল করেও কেউ বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করলে ছাড় পাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিমান ছিনতাই চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসময় তিনি বলেন, ভুলক্রমেও বিমানবন্দরে অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবে না।

শনিবার দুপুরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরো ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো। আমাদের ম্যাসেজটা পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই যাবেন আইন মেনে যাবেন।

প্রসঙ্গ, সম্প্রতি অস্ত্র নিয়ে বিমানে উঠে বিমান ছিনতাই চেষ্টাকালে এক ছিনতাইকারী নিহত হয়। এর কয়েকদিন পরেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভুল করে অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দরের স্কানারে অস্ত্র ধরা না পড়ায় তিনি নিজেই অস্ত্র থাকার কথা জানিয়ে এ নিয়ে অভিযোগও করেন।

এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর কিছুদিন পর ফের বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশের ঘটনা ঘটে।

/আরএ

Comments