হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ওবায়দুল কাদের; আপাতত থাকছেন সিঙ্গাপুরেই

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯

ডেস্ক: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে ছাড়পত্র পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আপাতত সিঙ্গাপুরেই থাকতে হবে তাকে। আজ শুক্রবার তাকে ছাড়পত্র দেয়া হয়।

সড়ক ও সেতুমন্ত্রীর (পিআরও) সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপুও ওবায়দুল কাদেরের ছাড়পত্র পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ মার্চ ওবায়দুল কাদের চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এর আগে গত ৩ মার্চ রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

/আরএ

Comments