হার্টে ৩ ব্লক, শঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯ একুশ ডেস্ক: আপাতত শঙ্কমুক্ত নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান জানিয়েছেন, ওবায়দুল কাদেরের যে রক্তনালিটা বেশি ক্রিটিক্যাল ছিলো, আমরা শুধু সেটাই ঠিক করেছি। কিন্তু সেটি পর্যাপ্ত নয়। কারণ রক্ত সরবরাহের জন্য তিনটি নালি প্রয়োজন হয়। এ মুহূর্তে সেগুলো ঠিক করা যাবে না। ঠিক করতে গেলে আরো বিপদ ঘটবে। তিনি আরো জানান, ওই নালিটা ঠিক করার পর তার পরিস্থিতি অনেকটা উন্নতির পর্যায়ের গিয়েছিলো। কিন্তু এখন অবস্থার উন্নতি আবার অবনতি চলছে। ২৪-৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। মেডিকেলল বোর্ডের সিদ্ধান্ত, ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। তার আগে হার্ট অ্যাটাকের হিস্ট্রি ছিলো। যেহেতু তিনি ভেন্টিলেটরে আছেন, তার জীবন শঙ্কা আছে বলতে পারেন। এ মুহূর্তে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে পাঠানো যাবে না। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: