নুসরাতের মৃত্যুতে অসুস্থ ছোট ভাই রায়হান হাসপাতালে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯ ফেনী প্রতিবেদক: বোনের অকাল মৃত্যুর অসহ্য যন্ত্রণা আর অতীত স্মৃতি কোনোভাবেই ভুলতে পারছেন না নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান। নুসরাতের জানাজার নামাজের আগে থেকেই বার বার জ্ঞান হারাচ্ছিলেন রায়হান। জ্ঞান ফিরলে আবারও খুঁজছেন বোনকে। শুধু বুক চাপড়ে কান্নাকাটি করছেন। খাওয়া-দাওয়াও ছেড়ে দিয়েছে রায়হান। এতে অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রায়হানকে। পারিবারিক সূত্র জানায়, নুসরাতের মৃত্যুতে বেশি শোকাহত হয়েছে ছোট ভাই রায়হান। মাত্র দুই বছরের বড় নুসরাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়া-আসা করত রায়হান। সে ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। অনেকটা সমবয়সী বলে ভাইবোনের মধ্যে খুনসুটি লেগেই থাকত। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাতে রায়হানকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: