নুসরাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ও হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯ ডেস্ক: সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও, নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এদিকে নিহত নুসরাত জাহান রাফীর নামাজে জানাযা ফেনীর সোনাগাজী সাবের মো. পাইলট স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সন্ধা পৌনে ৬টার দিকে অনুষ্ঠিত জানাযা নামাজে ইমামতি করেন নুসরাতের বাবা মাওলানা এ কে এম মুসা। এরপর পারিবারিক কবরস্থানে দাদীর পাশে সমাহিত করা হয় নুসরাতকে। জানাযা শেষে মেয়ের লাশের খাটিয়ায় কান্নায় ভেঙে পড়েন মাওলানা মুসা। ফেনী জেলার এসপি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার জনতা জানাযায় অংশ নেয়। এর আগে ঢামেক হাসপাতাল মর্গে নুসরাতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: