নুসরাত হত্যা: নূর উদ্দিনকে ময়মনসিং থেকে গ্রেফতার করেছে পিবিআই নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯ একুশ সংবাদ: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের মামলার আসামি নূর উদ্দিনকে ময়মননসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার দুপুরের দিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকা থেকে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে পিবিআই ময়মনসিংহ ব্রাঞ্চ। নূর উদ্দিন নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত দুই নাম্বার আসামি। তিনি যৌন নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত মাদরাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলার মুক্তি দাবিতে আন্দোলনের নেতৃত্বদাতা। ভালকুা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত বলেন, নূর উদ্দিনকে গ্রেফতার করে পিবিআই কার্যালয়ে (ঢাকা) নেওয়া হয়েছে। নুসরাতকে শ্লীলতাহানির পর থানায় মামলা হলে ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করার পর নূর উদ্দিনসহ অনেকেই তার মুক্তির দাবিতে আন্দালন করে। এতে নূর উদ্দিন নেতৃত্ব দেয়। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: