নরসিংদীতে সাইজিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯
ফাইল ছবি

একুশ নিউজ: নরসিংদীর চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এ অগ্নিকাণ্ডে সুতা ও মেশিনারীজসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নরসিংদী শহরের চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলের ভেতর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা কারাখানায় রাখা সুতার বান্ডিলে ছড়িয়ে পড়ে। এসময় আগুন কারখানার বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী, পলাশ ও মাদবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানাটি সরু এলাকায় অবস্থিত। আশে-পাশে কোনো রির্জাভ ট্যাঙ্ক নেই। পানির সংকট। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর অনেক কষ্ট করতে হয়েছে।

নদীবাংলা সাইজিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর এলাহী বলেন, আমরা সার্ভিসের কাজ করি। এখানে অন্যান্য ফ্যাক্টরির সুতা কালার ফিনিসিংয়ের জন্য আনা হয়েছিল। আগুনে সুতা এবং মেশিনারীজ যন্ত্রপাতি পুড়েছে। তাই ক্ষতির পরিমাণটা কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

/সিএইচ

Comments