নোয়াখালীর গণধর্ষিতা নারীর মৃত্যুর সংবাদটি সঠিক নয়

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

একুশ নিউজ: নোয়াখালীর গণধর্ষিতা নারীর মৃত্যুর সংবাদটি সঠিক নয়। ৩০ ডিসেম্বর রোববার রাতে নোয়াখালীর সুবর্ণ চরের চর জুবিলীতে স্বামী সন্তানকে বেঁধে রেখে চার সন্তানের এক জনননীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

ধর্ষণের আগে দুর্বৃত্তরা ওই মহিলাকে বেধরক পেটায়। এরপর ১০-১২ জনের দুর্বৃত্ত দল তাকে গণ ধর্ষণকরে।

পরের দিন আহত অবস্থায় উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।

একুশ নিউজে অনেকে এ বিষয়ে সঠিক তথ্য জানতে চাইলে আমাদের এক প্রতিনিধি স্থানীয় সংবাদকর্মীদের নির্ভরযোগ্য বরাতে মৃত্যুর খবর জানতে পারে।

একুশ নিউজের পক্ষ থেকে নোয়াখালী সদর হাসপাতালে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়।

কিন্তু সাংবাদিক পরিচয় দেয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ফোন কলের লাইন কেটে দেয়। এতে ওই নারীর মৃত্যুর সংবাদটি আরো বিশ্বাসযোগ্য মনে হওয়ায় আমাদের প্রতিনিধি নিউজটি পাবলিশ করে।

কিন্তু, বিষয়টি স্পর্ষকাতর এবং গুজব হওয়ার আশঙ্কায় আরো যাচাই-বাছাই করা হলে সংবাদটি ভিত্তিহীণ এবং গুজব বলে জানা যায়।

অনাকাঙ্খিত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একুশ নিউজের পক্ষ থেকে পাঠকবৃন্দদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

/এসএস

Comments