ভোট স্থগিত তিন উপজেলায়

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৯

একুশে ডেস্ক: নির্বাচনে প্রভাব বিস্তারের কারণে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একইসঙ্গে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার ও সমাজকল্যাণমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয় কমিশন।

রোববার পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলা ভোট স্থগিত ও তিন উপজেলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় ৮০ উপজেলায় ভোট হবে।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, শুক্রবার ইসি আদিতমারী, পূর্বধলা ও জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে।

এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

/এফএফ

Comments