মহাসড়কে এক্সেল লোড স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ গুরুত্বপূর্ণ মহাসড়ক রক্ষায় পণ্য পরিবহনের উৎসমুখে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র বা এক্সেল লোড কন্ট্রোল সেন্টার স্থাপন প্রকল্পসহ ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ব্যয় হবে ৬ হাজার ৩২৬ কোটি ২৩ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী জানান, এই ১০টি (নতুন ও সংশোধিত) প্রকল্পে সরকারি অর্থায়ন হবে ৫ হাজার ৩২৬ কোটি ৯১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ৯৯৯ কোটি ৩২ টাকা। পরিকল্পনামন্ত্রীর ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম প্রমুখ। আরএম/ Comments SHARES জাতীয় বিষয়: