‘এনআরসিকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে নির্লিপ্ত থাকা আত্মঘাতী হবে’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯ আসামে ন্যাশনাল রেজিস্ট্রার সিটিজেন্স (এনআরসি) ইস্যুতে বাংলাদেশ সরকারের নির্লিপ্ত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, আসামে যে ১৯ লাখের বেশী মানুষ রাষ্ট্রহীন ঘোষিত হয়েছে, তাদের অধিকাংশ বাংলাভাষী, যাদেরকে ভারতে বাংলাদেশী বলে মনে করা হয়। রাষ্ট্রহীন বাংলাভাষী মানুষেরা নির্যাতন, অপমান ও লাঞ্চনার শিকার হয়ে বাংলাদেশমুখী হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। তিনি আরও বলেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে যে প্রক্রিয়ায় ভিটে-মাটি ছাড়া করা হয়েছে; সে একই প্রক্রিয়া আসামে অনুসরণ করা হচ্ছে। সেখানে প্রথমে রোহিঙ্গাদের ‘অবৈধ বাংলাদেশী’ আখ্যায়িত করে বিদ্বেষ ছড়ানো, এরপর নাগরিকত্ব বাতিল, তারপর অপমানের জীবন ও নির্যাতনের মুখে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। একইভাবে আসামে প্রথমে বাঙাল খোদাও আন্দোলন ও হাজার হাজার মুসলিম বাঙালিকে হত্যা করা হয়েছে। এখন নাগরিকত্ব বাতিল এবং এর পরিণামে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হবে। আসামের রাষ্ট্রহীন বাংলাভাষীরা পশ্চিমবঙ্গে যাবে তা বিশ্বাস করাও কঠিন। কারণ বিজেপি সেখানেও ‘অবৈধ বাংলাদেশী’ হঠানোর জন্য এনআরসি চালুর কথা বলছে। সরকারকে আহবান জানিয়ে শেখ ফজলে বারী মাসউদ বলেন, এই বাস্তবতায় দাঁড়িয়ে এনআরসিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শেখানো বুলি তোতার মতো না আওড়িয়ে এখনই বলিষ্ঠ ও দুরদর্শী পদক্ষেপ নিন। তিনি বলেন, এনআরসি ইস্যুতে সবচেয়ে বড় সমস্যায় পড়বে মুসলিমরা। কারণ নাগরিকত্ব হারানো হিন্দুসহ অন্য ধর্মাবলম্বীদের বিজেপি ‘শরণার্থী’ হিসেবে নাগরিকত্ব দেয়ার কথা ঘোষণা করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিজেপি সরকার ভারতকে মুসলিম শূণ্য করার সকল আয়োজন সম্পন্ন করেছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্ব, বিশ্বের শান্তিকামী মানুষ এবং ভারতের দায়িত্বশীল নাগরিক সমাজসহ জনগণকে সোচ্ছার হতে হবে। Comments SHARES জাতীয় বিষয়: