প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করায় সিরাজগঞ্জে স্কুল শিক্ষককে গণপিটুনি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া গ্রামের বটতলা এলাকায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় শনিবার সন্ধ্যায় শরিফুল ইসলাম (৫৬) নামের এক স্কুল শিক্ষককে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে বলে জানা গেছে। শরিফুল ইসলাম জঞ্জালীপাড়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে ও চকগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ বিষয়ে ঘুড়কা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাকির আকন্দ জানান, স্কুল শিক্ষক শরিফুল ইসলাম এ দিন সন্ধ্যায় জঞ্জালীপাড়া বটতলা এলাকায় লোকজনের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়েছে। এ বিষয়ে স্কুল শিক্ষক শরিফুল ইসলাম কটূক্তির বিষয় অস্বীকার করে বলেন, পূর্ব শক্রতার জের ধরে ৫/৬জন ব্যক্তি তাকে গাছের সাথে বেধে মারপিট করেছে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা জানান, জঞ্জালীপাড়া গ্রামে এক স্কুল শিক্ষককে মারপিটের বিষয় শুনেছি। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির বিষয় আমার জানা নেই। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। দিলে ব্যবস্থা নেওয়া হবে। Comments SHARES সারাদেশ বিষয়: