ঠাকুরগাঁওয়ে চা শিল্পের ভবিষ্যৎপরিকল্পনা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে চা শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যত পরিকল্পনা এবং করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি কতৃপক্ষ।

রবিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন, গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি লিমিটেড ব্রেন্ডিং নাম সুলতান টি এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু।

তিনি বলেন, দুটি পাতা একটি কুড়ি সহ কচি পাতা সরবরাহ করবে এমন চুক্তি হয় চাষিদের সাথে। কিন্তু তারা চুক্তি অনুযায়ী চা পাতা না দিয়ে চা তৈরি অনুপযুক্ত আট থেকে দশ পাতা সরবরাহ করে। এতে কোম্পানীটি চায়ের বাজারে প্রতিযোগিতায় গিয়ে মোটা অংকের লোকসানে পড়ছে। ইতোমধ্যে তার চা কোম্পানী থেকে শতাধিক কর্মী ছাটাইও করতে হয়েছে বলে জানান তিনি। তাই চাষিদের চুক্তি অনুয়ায়ী তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, যদি ২টি পাতা ও ১টি কুড়ির বেশি দিলে পাতা কিনবো না৷সকল চা চাষীদের আমি এই বিষয়টি জানানোর জন্য বছরে দুটি সম্মেলন করি এবং বিদেশী এক্সপার্ট দিয়ে প্রত্যেকটি চা চাষীর চা-পাতার বাগানে নিয়ে গিয়ে পরামর্শ দেওয়ায়৷তাদের এই বিষয়টি সাংবাদিকদের জানানোর জন্য আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি৷ভারত থেকে চা পাতা চোরাই পথে আসার বিষয়টিও সংবাদকর্মী ও প্রশাসনকে তুলে ধরার দাবী জানান তিনি৷

এ সময় বাংলাদেশ টি ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, চা-চাষীদের কৃষি ঋন দেয় কৃষি ব্যাংক, কিন্তু আমি চাষীদের কাছে জানতে পারি যে কোনো চাষী এখনও ঋন পাইনি ৷ তাই তিনি সংবাদকর্মীদের এই বিষয়টিও তুলে ধরতে বলেন৷

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু ও ঠাকুরগাঁও জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments