৩ সেপ্টেম্বর ইশা ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশ, ব্যাপক প্রস্তুতি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনাঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮ বছর পূর্তি ও ২৯ বছরে পদার্পন উপলক্ষে কেন্দ্রীয় কমিটি বিভাগভিত্তিক প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করে। শুরুতেই আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় ও কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা বিভাগীয় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সভাপতিত্ব করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ। সমাবেশ বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ডা. মোখতার হুসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিভাগীয় সমাবেশ সফলে মহানগর ও জেলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পোষ্টারিং, দেয়াল লিখন, মোড়ে মোড়ে ফেস্টুন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট দাওয়াত পত্র ও লিফলেট বিতরণ, বরেণ্য শিক্ষাবিদ রাজনীতিবিদ, সাংবাদিকদের নিকট দাওয়াত পত্র প্রদান, থানা ও উপজেলায় যৌথ আলোচনা সভা, খুলনার ইশা ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা এবং ৩০ আগস্ট শুক্রবার খুলনা মহানগর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে থানা উপজেলার ব্যবস্থাপনায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিডিয়া ও প্রচার কমিটির দায়িত্বে থাকা ইশা ছাত্র আন্দোলনের নগর সহ সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ বলেন, ইতিমধ্যে স্থান ব্যবহারের জন্য সিটি কর্পোরেশনের অনুমতি মিলেছে, রবি ও সোমবার প্রচার মাইক বের হবে। সমাবেশ বাস্তবায়ন নির্বাহী কমিটির আহবায়ক ও খুলনা মহানগর সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দের, জেলা ও নগরের সর্বস্তরের ছাত্রদের সর্বাত্মক উপস্থিতি ও দোয়া কামনা করছি। Comments SHARES সারাদেশ বিষয়: