সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে: মাওলানা ইউনুছ আহমাদ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে বিদেশী বিনিয়োগ নেই, বিনিয়োগে চরম ধ্বস নেমেছে। ব্যাংকগুলোতে টাকার সঙ্কট, কর্মসংস্থান নেই। বেকারত্বের অভিশাপে জর্জরিত যুবসমাজ।

আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার। আইন-শৃঙ্খলার চরম অবনতি। সরকারের কর্মকর্তা কর্মচারীরা নীতি-নৈতিকতাহীন কাজে জড়িয়ে পড়ছেন।

তিনি বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক ব্যর্থতা ফুটে উঠছে। জনসমর্থনহীন ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাও. দেলোয়ার হোসাইন সাকী, মাও. লোকমানাই হোসাইন জাফরী, হারুন অর রশিদ, শেখ ফজলে বারী মাসউদ।

শায়খুল হাদীস মকবুল হোসাইন, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এড. শওকত আলী হাওলাদার, বরকত উল্লাহ লতিফ, জি এম রুহুল আমীন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, এড. একেএম এরফান খান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জিএম রুহুল আমীন, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

Comments