এ কেমন বর্বরতা?

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নীলকমল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলামের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে
দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে তার।

শনিবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে মৎস্য খামারের এই অবস্থ দেখতে পায়। ধারনা করা হচ্ছে
রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মৎস্য খামারে বিষ ঢেলে দিয়েছে।

মো. রফিকুল ইসলাম জানান,চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিজ বাড়ির
মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।বিষের প্রতিক্রিয়ায় খামারের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় কয়েক হাজার পিচ মাছ নিধন হয় এবং ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

খবর পেয়ে শনিবার বিকাল ৩ টার দিকে চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মাছের খামার পরিদর্শন করেন।

মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় বইছে।

চরফ্যাসনে আ’লীগ, বিএনপি’র একাধিক নেতা মৎস্য খামারে বিষ দিয়ে লক্ষাধিক মাছ নিধনের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছে।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মিজানুর রহমান পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন,খবর পেয়ে মৎস্য খামারে গিয়ে পরিদর্শন করে এসেছি। মৎস্য খামার মালিক এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Comments