কোটচাঁদপুরে সাবেক সেনা ও বিজিবি সদস্য’র বাসায় দূধর্ষ ডাকাতি

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে অবসরপ্রাপ্ত সাবেক সেনা ও বিজিবি সদস্য’র বাসায় দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এসময় নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালঙ্কার সহ ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার সাফদারপুর ইউনিয়নের চতুরপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মোতালেব বিশ্বাসের দুই পুত্র সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম ও ভাই সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমানের বাসায় দূধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কান্তি দাশ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ১০/১৫ জনের স্বশস্ত্র ডাকাত দল হানা দেয়। এসময় পাশাপাশি দুটি বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শর করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) ইমরান আলম ডাকাতির ঘটনা স্বীকার করে জানান, ঘটনাস্থল কোটচাঁদপুর ও জীবননগর থানার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় ডাকাতরা সহজে পালাতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, আমরা এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করছি।

Comments