বৃদ্ধাশ্রমে অসহায় মায়েদের পাশে ইবি’র তারুণ্য নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ ইবি প্রতিনিধি : কুষ্টিয়াতে অবস্থিত উদয় মা ও শিশু পুর্ণবাসন কেন্দ্রে অসহায় বৃদ্ধা মায়েদের মাঝে চৌকি এবং ফ্যান বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। তারুণ্যের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, তারুণ্যের উপদেষ্টা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মোঃ মাহবুবর রহমান, উদয় মা ও শিশু পুর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম ইফতিখার হোসেন মিঠু এবং পরিচালক আফরোজ ইসলাম,তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিন,তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক তায়েব হোসেন জনি সহ তারুণ্যের অন্যান্য সদস্যরা। এসময় উদয় মা ও শিশু পুর্ণবাসন কেন্দ্রে তিনটি চৌকি এবং একটি ফ্যান তারুণ্যের পক্ষ থেকে দেওয়া হয়৷ এসময় অধ্যাপক ড.মোঃমাহবুবর রহমান বলেন, “গ্রামের মানুষ হিসাবে গ্রামের চিত্রগুলো আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। মানুষের কষ্টগুলোকে খুব কাছ থেকে দেখেছি। বৃদ্ধ মায়েরা যেভাবে এখানে সেবা পাচ্ছেন তা সত্যিই প্রসংশনীয়। বাবা মায়ের জন্য আমার হৃদয় সবসময়ই কাঁদে।কোন বৃদ্ধ বাবা মাকে দেখলে সকলকেই নিজের বাবা মায়ের মতো মনে হয়৷ সকলেই যদি এরকম ভাবে ভাবতে শিখে তাহলে আর বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না৷ বাবা মা বেঁচে থাকতেই তাদের কদর করা উচিত। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা আজকে এখানে এসেছে এবং বৃদ্ধদের কষ্টগুলো অনুভব করতে পারছে তারা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে৷ আজকে এখান থেকে শিক্ষা নিয়ে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে এই শিক্ষা কাজে লাগাবে৷ পরিশেষে নিজের বাবা মাকে যেভাবে দেখবে সেভাবে সকলককে দেখার আহবান জানান তিনি। তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, পিতা মাতা সন্তানের সম্পদ, বোঝা নয়। আমরা যদি এইটা উপলব্ধি করতে পারি তবেই তারুণ্যের এই কর্মকান্ড সফল হবে। Comments SHARES সারাদেশ বিষয়: