‘২০২০ সালে কাজ শেষে ২১ সালের জুনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু’

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষে ২০২১ সালের জুনের মধ্যে সেতুতে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার, সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে সেতু কর্তৃপক্ষের অর্থ ব্যবস্থাপনার চুক্তি সম্পাদন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা বহুমুখী সেতুর জন্য সরকার সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে। সে লক্ষ্যেই অর্থ বিভাগের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়েছে।’ সেতু কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছর থেকে ঋণ পরিশোধ করবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘কাজ যেভাবে এগোচ্ছে তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যান চলাচল শুরু হবে।’

শতকরা এক শতাংশ সুদে ৩৫ বছরে এ ঋণ পরিশোধ করা হবে। মূল সেতুর কাজের অগ্রগতি ৮৩ ভাগ, ৪২টি পিয়ারের মধ্যে ৩১টির কাজ শেষ হয়েছে এবং নদী শাসন কাজের অগ্রগতি ৬২ শতাংশ, আর্থিক অগ্রগতি ৭২ শতাংশ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

Comments