ডেঙ্গু সচেতনতায় চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের অনীহা প্রকাশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি : ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান করতে অনীহা প্রকাশ করেছেন বাঘারপাড়ার চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামনুর রশিদ। এ বিষয়ে তিনি বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কোন সহযোগিতা না করে বরং অসৌজন্য আচরণ করেছেন। স্থানীয় চেয়ারম্যান আবু সাইদ সরদার এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরদার জানিয়েছেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সরকার মানুষের সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ০৫.৪৪.৪১০৯.০১৮.০১২,২০১৯-৬৬৩(২০০) স্মারক সংখ্যায় ‘ দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন উপলক্ষে গত ৬ আগস্ট উপজেলা পরিষদ চত্তরে বিশেষ সভার আয়োজন করে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গ্রহন হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। একই সাথে এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিমুলক অনুষ্ঠান করবে। চেয়ারম্যান আবু সাইদ সরদার চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচি পালন করার জন্য গত ১১ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সাথে মুঠোফোনে আলাপ করেন। এ সময় প্রধান শিক্ষক মামুনুর রশিদ অনুষ্ঠান করতে অনীহা প্রকাশ করে চেয়ারম্যান আবু সাইদ সরদারকে বলেন, তিনি চেয়ারম্যানের চাকুরি করেন না। ম্যানেজিং কমিটির নির্দেশ ছাড়া তিনি কোন অনুষ্ঠান করতে পারবেন না। এ বিষয়ে চেয়ারম্যান আবু সাইদ সরদার গত ২২ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর একই বিষয়ে তিনি ২৬ আগস্ট যশোর শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের নিকট লিখিত অভিযোগ করেন। চেয়ারম্যান আবু সাইদ সরদার আরও জানিয়েছেন, বাসুয়াড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ পর্যন্ত ৪৫ ব্যাক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই ব্যাক্তির মৃত্যুও হয়েছে। এ কারণে আমি ইউনিয়নে ব্যাপক সচেতনতার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান করেছি। প্রতিটি প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে সহযোগিতা করেছেন। শুধুমাত্র চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহযোগিতা না করে আমার সাথে অসৌজন্য আচারণ করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেছেন, গত ৪ আগস্ট চেয়ারম্যান আবু সাইদ সরদারের উপস্থিতিতে বিদ্যালয়ে ডেগু সচেতনতায় র্যালি অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য অসন্তোস প্রকাশ করেন। এ কারণে পরে আর কোন অনুষ্ঠানের বিষয়ে অগ্রসর হওয়া সম্ভব হয়নি। চেয়ারম্যানের সাথে কোন অসৌজন্য আচারণ হয়নি। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। আগামী সপ্তাহে বিষয়টি খতিয়ে দেখা হবে। Comments SHARES সারাদেশ বিষয়: