বঙ্গবন্ধু তোমাদের মতো শিশুদের নিয়েই স্বপ্ন দেখতেন: ইউএনও ইশরাত জাহান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও চেতনা বুকে লালন করে তোমাদের এগোতে হবে সামনের দিকে। মনে রেখ বঙ্গবন্ধু তোমাদের মতো শিশুদেরকে নিয়েই স্বপ্ন দেখতেন। সে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। ক্ষুধা, দারিদ্র আর সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার- এমন মন্তব্য করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। বুধবার বেলা ১১ টায় শোকের মাস আগস্ট উপলক্ষে জেলা ইয়াং বাংলা’র উদ্যোগে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বঙ্গবন্ধুর ডকুমেন্টরি প্রদর্শন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী ডকুমেন্টরি প্রদর্শনীতে শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের উপর নির্মিত ৫৬ মিনিটের প্রামাণ্যচিত্রটি উপভোগ করে। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কাজী জিম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্রটি দেখে আমরা অভিভূত হয়েছি। বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আজ জানতে পারলাম। বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, সহকারি প্রধান শিক্ষক রেজাউল করিম, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সহকারি সমন্বয়ক উজ্জ্বল চক্রবর্তী, ইয়াং বাংলা’র উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। ভিডিও অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াং বাংলা’র জেলা সমন্বয়ক সাংবাদিক এস.এম. রিয়াজুল করিম। বঙ্গবন্ধুর ডকুমেন্টরি প্রদর্শন শেষে বিদ্যালয়ের কম্পিউটার ও বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি, অফিস রুম ও বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন এবং শেষে বিদ্যালয়ের পুকুর পাড়ে কৃষ্ণচূড়া ফুলের চারা রোপন করেন। Comments SHARES সারাদেশ বিষয়: