খুলনায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনায় ধর্ষণের বিরুদ্ধে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ। বুধবার (২৮ আগস্ট) বিকাল ৪টায় নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচিতে ৪০টি সংগঠন অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গোপনে ক্রসফায়ার নয়, ধর্ষকদের বিচার হতে হবে প্রকাশ্যে, জনসম্মুখে। একই সাথে ধর্ষকদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় এনে বিচারে দাবী জানান তারা। এছাড়া বিভিন্ন এলাকা থেকে মানববন্ধনে আসা লোকদের হুমকি দেওয়া হচ্ছে বলে মানববন্ধনে জানানো হয়। একই সাথে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। মানববন্ধনে দক্ষিণবঙ্গ ঐক্য পরিষদের আহ্বায়ক সালেহ উদ্দিন সবুজ সভাপতিত্ব করেন। মানববন্ধন পরিচালনা করেন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’র সভাপতি মোঃ রাসেল আহমেদ (রাজু) এবং খুলনা ব্লাড ব্যাংকের এডমিন মো: আসাদ শেখ ও কমলেশ বাছাড়। এসময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, বয়রা মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল লুৎফুন নাহার, মহিলা পরিষদের নেত্রী ইশরাত আরা হিরা, সমাজ সেবা কর্মকর্তা সালমা ইসলাম, প্রধান শিক্ষক শাহ জিয়াউর রহমান স্বাধীন, বিজয় একাত্তর সংগঠনের সভাপতি মোঃ সেলিম, খুলনা ব্লাড ব্যাংকের সুরভী লাইজু, মোঃ সাইফুল ইসলাম বাবু প্রমুখ। মানববন্ধনে ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকদের আবাদ উপড়ে ফেলো, ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ো, আমরা ৯ টাকায় এক জিবি চাইনা, আমার বোনের নিরাপত্তা চাই, একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে, শিশুবান্ধব পরিবেশ চাই’ ইত্যাদি শ্লোগান সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও প্লাকার্ড নিয়ে হাজির হয় তরুণ সমাজের সদস্যরা। অংশ নেয় ছাত্র-শিক্ষক-পেশাজীবীরাও। মানববন্ধনে খুলনা ব্লাড ব্যাংক, কাম ফর চাইল্ড, বিজয় ৭১, আলোর মিছিল, সেবক, খুলনা ফুড ব্যাংক, অনুশীলন মজার স্কুল, অন্তর্দীপন, খুলনা ডোনার ক্লাব, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন, বন্ধন ডোনার ক্লাব, শিশুদের জন্য আমরা, নিবেদিতা, খালিশপুর ব্লাড ব্যাংক, রক্তের বন্ধন যুব সংগঠন (পিরোজপুর), দ্য ভয়েস অফ দাকোপ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা, কয়রা ব্লাড ব্যাংক, বাংলাদেশ মহিলা পরিষদ, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন, ব্লাড অ্যান্ড হেল্প বাংলাদেশ, দাকোপ ইয়্যুথ ফেডারেশন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ হেলথ ক্লাব, আলোর পথ যাত্রী, সোনামুখ পরিবার, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মুক্তির আহবান মুক্তির, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, গাবুরা রক্তদান সংস্থা, বন্ধন ব্লাড ডোনার ক্লাব, নিবেদীতা, অন্তদর্পনসহ মোট ৪০ সংগঠন অংশ নেয়। Comments SHARES সারাদেশ বিষয়: