ওয়াসার পানিতে মলের জীবাণুর ব্যাখ্যা চান হাইকোর্ট

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

নিউজ ডেস্ক: ঢাকা ওয়াসার পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া, ইকোলাই ও মলের জীবাণুর অস্তিত্ব পাওয়ার বিষয়ে ওয়াসা কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে ওয়াসাকে প্রতিবেদন আকারে ব্যাখ্যা দিতে হবে।

ঢাকা ওয়াসার পানির পরীক্ষায় গঠিত কমিটির প্রতিবেদন গ্রহণ করে রোববার এ আদেশ দেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

আজ ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর সায়েদাবাদ, চাঁদনীঘাটসহ ওয়াসার বেশ কিছু মডস জোনের পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এছাড়া ওয়াসার সংগৃহীত ৩৪টি নমুনার মধ্যে ৮টিতে মলের জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে।

গত ২০ মে এক আদেশে ঢাকা ওয়াসার পানির চারটি উৎসসহ রাজধানীর ৩৪টি পয়েন্ট থেকে পানির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আইসিডিডিআরবি, বুয়েটের বু্রো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগ পরীক্ষা করে এ প্রতিবেদন জমা দেয়।

Comments