‘বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসে রাখাল রাজা হিসেবে চিরঞ্জীব হয়ে আছেন’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ রনজিত রায় এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসে রাখাল রাজা হিসেবে চিরঞ্জীব হয়ে আছেন। নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। বিএনপি জামাত বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করতে জঙ্গিবাদের সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু তার স্বপরিবারকে হত্যা করে একাত্তরে পরাজিত শক্তিরা এখনো সক্রিয় আছে। তারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখহাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তার করতে পারেনি। তিনি আরোও বলেন ঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এদেশের প্রতিটি মানুষ নিজের অধিকার নিয়ে বাঁচুক। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের প্রতিটি স্তরে যেসব সমস্যা তৈরি হয়েছে, তা দ‚র করতে সবার সমন্বিত সহযোগিতার প্রয়োজন। সোমবার বিকালে যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুকুরিয়া আমতলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দরাজহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নরেন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুল মতিন, দরাজহাট ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, প্রচার সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা ইমতিয়াজ নাছির তুষার। Comments SHARES সারাদেশ বিষয়: