রামপালে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালনে ছাত্রলীগের শোকসভা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন বর্তমান প্রজম্মের অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেনা। তারা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে কিছু জানেনা। এতদিন আমাদের ইতিহাসকে জানতে দেয়া হয়নি। বিএনপি জামাত ইতিহাসকে বিকৃত করে জাতির জনকের নাম মুছে দিতে চেয়েছিলো। তারা পারেনি। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন ,শোকের মাস আগষ্ট মাস জুড়ে আমরা নানা কর্মসূচী পালন করি,যাতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ এবং জাতির জনক তথা বাংলার অভ্যুদ্বয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে। সোমবার দুপুর ১২ টায় জাতির জনকের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রামপাল উপজেলা ছাত্রলীগের আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে স্বাধীন করতে নানা আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করেছিলো। ছাত্রলীগকে জাতির জনকের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যানে কাজ করার আহব্বান জানান। রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব, সহসভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,রামপাল সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর দীনবন্ধু পাল,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন,ছাত্রলীগ সহ সভাপতি কল্লোল বিশ্বাস, সাধারন সম্পাদক শেখ সাদী,মোঃ মানিক শেখ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সভায় ১৫ আগষ্ট নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল এবং রচনা ও চিত্রাকংন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। Comments SHARES সারাদেশ বিষয়: