কাশ্মীরিদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি চরমোনাই পীরের আহ্বান

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

অবরুদ্ধ কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। নির্যাতনের মাধ্যমে কাশ্মীরিদের ঈমান ও স্বাধীনতার চেতনাকে ছিনিয়ে নেয়া যাবে না। বাংলাদেশের মানুষ নির্যাতিত কাশ্মীরিদের পক্ষে। অবরুদ্ধ কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে।

রোববার (২৬ আগস্ট) গভীররাতে পবিত্র হজ্জব্রত পালন শেষে হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গেলে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

এ সময় মুসলমান হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কোন কার্যকর উদ্যোগ নেই বলেও হতাশা প্রকাশ করেন চরমোনাই পীর।

এছাড়া রোহিঙ্গা মুসলমানদের নাগরিক যাবতীয় অধিকার নিশ্চিত না করে মিয়ানমারে ফেরত পাঠানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, হুমায়ন কবির, যুব নেতা নুরুল ইসলাম আল-আমিন,শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী,ছাত্র নেতা এ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, মোস্তাকিম বিল্লাহ, শ্রমিক নেতা জাহাঙ্গীর ও শাহাদাত হোসেনসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments