ভৈরবে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মুজিব সমাবেশ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে এ শ্লোগানে ভৈরবে চার হাজার ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মুজিব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাদা পাঞ্জাবী সাথে মুজিব কোট পরিধান করে স্টেডিয়াম মাঠ কানায় পূর্ণতা পায়। সোমবার (২৬ আগস্ট) শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ মুজিব সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন ও বাংলাদশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাসহ মুজিব চেতনায় ধারণায় মুজিব এই লক্ষ্যকে সামনে রেখে ভৈরবের ১২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিশু শিক্ষার্থী মুজিব সমাবেশে অংশগ্রহণ করেন।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন এর সভাপতিত্বে দিনব্যাপী মুজিব সমাবেশ উদ্ধোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া। এসময় সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব সহকারি কমিশনার (ভূমি) মো.আনিসুজ্জামান, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মনোয়ারা বেগম প্রমূখ।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, কর্ম চেতনা, দেশপ্রেম সবকিছু আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। যেন তারা আগামী দেশের সার্বিক কল্যাণে শেখ মুজিবুর রহমানে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে সে প্রত্যাশা আজকের এই আয়োজনের স্বাথর্কতা। প্রধান আলোচক আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া তার বক্তব্যে বলেন, এদেশের স্বাধীনতা মানে বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা প্রচেষ্টায় আজকের এই আয়োজন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশের উন্নতি সাধন করা। তার স্বপ্ন বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে আজকের এই ক্ষুদে মুজিবেরা। তারা প্রত্যক্ষেই মুজিব হয়ে বাংলাদেশের উন্নয়নে অন্যান্য ভুমিকা রাখবে বলে তিনি বলেন।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন বলেন, আগামী বছর জাতীয় ভাবে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকীকে সামনে রেখে অনুষ্ঠানটি মহড়া হিসেবেই এই আয়োজন করা হয়। ভৈরববাসী তথা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বঙ্গবন্ধুর আদর্শ, নৈতিকতা ছড়িয়ে দিতেই মুজিব সমাবেশের আয়োজন হয়েছে বলে তিনি জানান। নতুন প্রজন্মকে জাগ্রত করাই হল মুজিব সমাবেশের স্বাথর্কতা।

এছাড়াও বিকালে উপজেলা পরিষদ নতুন ভবনে শেখ মুজিবুর রহমানে স্মৃতিতে বঙ্গবন্ধুর চেতনায় একটি মুজিব জাদুকর উদ্ধোধন করা হয়। জাদুঘরে মুজিবুর রহমানের স্মৃতি সম্বলিত বিভিন্ন ছবিসহ নানা কিছু সংরক্ষিত থাকবে।

Comments